কেনাকাটা

বগুড়াতে জমে উঠেছে রাতের কেনাকাটা ৷

ঈদের কেনাকাটায় বগুড়ার ক্রেতারা দিন থেকে রাতকেই বেশি প্রাধান্য দিচ্ছে। দিনে বেশী গরমের কারনে রাতে কেনাকাটা করাটা অনেকটায় আরাম দায়ক । তবে রাতে বগুড়ার উচ্চবিত্তরাই রাতেই বেশি কেটাকাটা করে থাকেন।

ঈদের আর বেশীদিন নেই। ঈদের খুশি পরিপূর্ণ করতে বগুড়াতে চলছে হুরুস্তুল কেনাকাটা। রাতে গরম কম হওয়ায়, যানজট কম থাকায় রাতের ঈদ বাজার জমে উঠেছে। দিনের বেলায় প্রচন্ড জ্যাম থাকাও রাতে শপিং করাই অন্যতম কারণ।

অনেক চাকুরিজিবী দিনের বেলায় তাদের অফিস টাইম থাকার কারনে তারা রাতের বেলাতেই কেনা কাটা সেরে নিচ্ছে ।

নিউমার্কেটের বিক্রয়কর্মী বলেন, ‘আমাদের এখন এক মুহূর্তও বসার সুযোগ নেই। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ক্রেতাদের চাপও তত বাড়ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button