নন্দীগ্রাম উপজেলা

নন্দীগ্রামে ধানের বাম্পার ফলনে আশাবাদী কৃষকেরা

এসআই শুভ, নন্দীগ্রাম প্রতিনিধি: বগুড়া জেলার মধ্যে ধান উৎপাদনের জন্য বিখ্যাত অন্যতম উপজেলা নন্দিগ্রাম। এই নন্দিগ্রামে এ বছর ইরি ধানের ব্যাপক ফলনে আশাবাদী নন্দিগ্রামের কৃষকেরা।

কৃষকদের সাথে কথা বলে জানা যায় ধান কৃষকদের ঘরে উঠতে আর ২০-২৫দিন লাগবে। তারা জানান, এবছর যদি এই কয়েকদিনের মধ্যে কোনো ধরনের প্রাকৃতিক দূর্যোগ না হয় তাহলে বিঘা প্রতি তারা জমি ভেদে ২২-২৪মন করে ধান আশা করছেন।

এ বছর ধানের দাম যদি সঠিকভাবে পাওয়া যায় তবে কৃষকদের মুখে হাসি দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই ধানের উপর নির্ভর করছে অত্র এলাকার কৃষকদের ঈদ আনন্দ। তবে সবাই আশা করছেন এবছর কোনরূপ প্রাকৃতিক দূর্যোগ ছাড়াই ফসল ঘরে তুলবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button