বগুড়া সদর উপজেলা

রোমেনা আফাজ স্মরণে মুক্তমঞ্চ

এসবি (বগুড়া লাইভ):  বগুড়ার এক অনন্য সম্পদ হলেন রোমেনা আফাজ। স্বাধীনতা পুরষ্কার, একুশে পদক, স্বর্ণ পদকসহ বহু খ্যাতির অধিকারী এই সাহিত্যিক ও সমাজসেবক ১৯২৬ সালের ২৭ ডিসেম্বর বগুড়া জেলার শেরপুর শহরের জন্মগ্রহণ করেন। তার বাড়ি ছিল বগুড়া জেলার জলেশ্বরীতলায়। এটি বর্তমানে একটি স্মৃতি জাদুঘর।

আর তারই স্মরণে বগুড়া পৌর (এডওয়ার্ড) পার্কের শহীদ  টিটু মিলনায়তন এর পূর্ব দিকে পুণঃনির্মিত হয়েছে একটি মুক্তমঞ্চ ; ‘রোমেনা আফাজ মুক্তমঞ্চ’।

এই বিভাগের অন্য খবর

Back to top button