বগুড়া সদর উপজেলা

৪দিন পর আবারও সচল হল বগুড়া পাসপোর্ট অফিস

বগুড়া লাইভঃ

গত বৃহস্পতিবার বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) সাহজাহান কবিরের উপর সন্ত্রাসীরা হামলা করে। এতে তিনি গুরুত্বর আহত হন। এ ঘটনার পর থেকে এই অফিসে সমস্ত কার্যক্রম বন্ধ ছিল। এতে করে মানুষদের ভোগান্তি পোহাতে হইছে অনেক।

কিন্তু আজ বুধবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী পাসপোর্ট অফিসে আসেন। এসময় তিনি সংশ্লিষ্টদের কাজ শুরু করার নির্দেশ প্রদান করেন।

পাসপোর্ট অফিসের অচলাবস্থা কাটাতে এবং মানুষের ভোগান্তির অবসান ঘটাতে পাসপোর্ট অফিসে আসেন তিনি এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলে কাজ শুরু করার নির্দেশ প্রদান করেন।

তিনি সকলকে অবগত করে আরও বলেন এই প্রতিষ্ঠানে শীঘ্রই সহকারী পরিচালক পদে কর্মকর্তা যোগদান করবেন। এবং হজে গমনেচ্ছুক ব্যক্তিদের দ্রুত সেবা প্রদানেরও নির্দেশ দেন তিনি।

পাসপোর্ট করতে আসা অনেকেই বলেন গত কয়েকদিন ধরে এখানে কার্যক্রম বন্ধ ছিল। জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপে আজ থেকে পুনরায় কাজ শুরু হওয়ায় ভোগান্তির অবসান হল।

বগুড়া সম্পর্কে জানতে এবং প্রত্যেক মুহূর্তের খোঁজখবর রাখতে চোখ রাখুন বগুড়া লাইভের অফিশিয়াল ফেসবুক পেজে…

এই বিভাগের অন্য খবর

Back to top button