বগুড়া সদর উপজেলা

করতোয়া এখন মাত্রাতিরিক্ত দূষিত

এস.বি (বগুড়া লাইভ):  বগুড়ার প্রধান নদী করতোয়া। একসময় বড় বড় পানকৌড়ি নৌকা চলতো।
 
আজ এই নদী মৃত প্রায় এবং ‘মাত্রাতিরিক্ত দূষিত’। শহরের প্রায় সব বর্জ্যই ফেলা হয় এই নদীতে। নদীর পানির এই ‘কালো রঙ’ (ছবিতে) দেখলেই তা স্পষ্ট বুঝা যায়। এই অত্যধিক দূষণের কারণে নদীর জলজ জীবন ব্যাহত হচ্ছে।
বরাবরের মতই কর্তৃপক্ষ এক্ষেত্রে অত্যধিক উদাসীন।
 
ছবির স্থান: ফতেহ আলী রেল ব্রীজ।

এই বিভাগের অন্য খবর

Back to top button