কাহালু উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৮ উদযাপিত
মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া লাইভ): নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৮ উদযাপন করে কাহালু মডেল উচ্চ বিদ্যালয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে কাহালু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং
কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি কাহালু পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাহালু উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে বিদ্যালয়ের বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বিদ্যালয়ের মঞ্চে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।