শর্তাবলী

  • বগুড়া লাইভের তথ্য সংগ্রাহকগণ বগুড়া এবং এর আশেপাশের বিভিন্ন তথ্য ও ছবি সংগ্রহ করে আনার পর যাচাই এবংপ্রয়োজনীয় সম্পাদনার পর সেগুলো বিষয়ভিত্তিক ভাবে সাজিয়ে ওয়েবসাইটে আপলোড করা হয় এবং নিয়মিত আপগ্রেড করা হয়। তবে এরপরেও উপস্থাপিত তথ্যে ত্রুটি-বিচ্যুতি থাকা অস্বাভাবিক নয়।
  • বিভিন্ন পণ্যের মূল্য পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। কোন ভুল তথ্যের জন্য কেউ ক্ষতিগ্রস্ত হলে তার জন্য বগুড়া লাইভ কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী নয়।
  • বগুড়া সম্পর্কে বিভিন্ন প্রতিবেদন পাঠ করে কোন তথ্যে ঘাটতি আছে মনে করলে যে কেউ রেজিষ্ট্রেশন করে মন্তব্য করতে পারেন, তথ্য যোগ করতে পারেন। তবে সেগুলো সম্পাদকীয় বিভাগ পরীক্ষা করার পরই প্রকাশিত হবে। কেউ কোন ভুল তথ্য প্রদান করলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আদালতে বিচারের সন্মুখীন হতে পারেন।
  • বগুড়া লাইভের বিজ্ঞপ্তি বিভাগে যে কেউ বিনামূল্যে তার বিজ্ঞপ্তি পোস্ট করতে পারেন। তবে শর্ত থাকে যে তিনি সমাজবিরোধী এবং অবৈধ কোন কাজ বা ব্যবসার প্রচারের উদ্দেশ্যে এই সুবিধা ব্যবহার করবেন না। প্রতিটি বিজ্ঞপ্তিই সম্পাদকীয় বিভাগের পরীক্ষণের পর প্রকাশিত হবে।
  • বগুড়া লাইভের তথ্যগুলোর সত্ত্ব বা কপিরাইট সংরক্ষিত। তবে ব্যক্তিগত প্রয়োজনে, অবাণিজ্যিক উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবেন। বগুড়া লাইভের সেবা নেয়ার নীতিমালায় যেকোন সময় পরিবর্তন আনা হতে পারে। কোন পরিবর্তন আনা হলে সেটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। বগুড়া লাইভের যেকোন সেবা বিভাগ যেকোন সময় বন্ধ করার অধিকার বগুড়া লাইভের কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • কোন সংবাদদাতা অন্যায় করলে শাস্তি হিসাবে তার আইডি কার্ড নিয়ে নেওয়া হবে এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে আইন প্রয়োকারী সংস্থা/বাহিনী ব্যবস্থা নিতে পারবে। এর দায় দায়িত্ব ‘বগুড়া লাইভ’ বহন করবে না।

গোপনীয়তার নীতি:

বগুড়া লাইভে নিবন্ধনের সময় কিছু ব্যক্তিগত তথ্য চাওয়া হয় এবং এগুলো ডাটাবেসে সংরক্ষণ করা হয়। বগুড়া লাইভ কর্তৃপক্ষ পূর্ণ গোপনীয়তার নিশ্চয়তা দেয়; কোন অবস্থাতেই এসব তথ্য তৃতীয় পক্ষকে দেয়া হয় না। কোন ব্যবহারকারী তার একাউন্ট বাতিল করলেও তার তথ্য ডাটাবেসে সংরক্ষিত থাকতে পারে।

আপনার কোন বক্তব্য থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।

Back to top button