খেলাধুলা

বাংলাদেশের ২য় ক্রিকেটার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছে মোস্তাফিজ

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ১৫০ উইকেটের মাইফলক স্পর্শ করেছেন মোস্তাফিজুর রহমান। এ বাঁহাতি পেসার ১১৫তম ম্যাচে এসে দেখা পেলেন দেড়শতম শিকারের।

মিনিস্টার রাজশাহীর ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে সাজঘরে পাঠিয়ে কীর্তিতে নাম লেখান গাজী গ্রুপ চট্টগ্রামের পেসার। (বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে এখন সর্বোচ্চ উইকেট শিকারিও (১০) মোস্তাফিজ। টুর্নামেন্ট শুরুর আগে এ পেসারের উইকেট ছিল ১৪০টি।

মোস্তাফিজ ১৫০ উইকেট নিয়েছেন ঘরোয়া ক্রিকেট ও বিপিএল, আইপিএল, কাউন্টি টি-টুয়েন্টি ব্লাস্ট, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি আসরে খেলে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে মোস্তাফিজের উইকেট ৫৮টি। খেলেছেন ৪১ ম্যাচ।

ফিট থাকলে মোস্তাফিজের আগে ১৫০ উইকেটের মাইলফলকে নাম লেখাতে পারতেন মাশরাফী বিন মোর্ত্তজা। চোটের কারণে টুর্নামেন্টে তার খেলা অনিশ্চিত। নড়াইল এক্সপ্রেস ১৬৩ ম্যাচে শিকার ১৪৬ উইকেট।

বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসানের। এ বাঁহাতি স্পিনার ৩১২ ম্যাচে নিয়েছেন ৩৫৬ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে ৫ হাজার রানের মাইফলফলক ছুঁয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এই বিভাগের অন্য খবর

Back to top button