কাহালু উপজেলা

কাহালুতে বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত, গুরুতর আহত ভ্যান আরোহী

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় এক অটোভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার বারো মাইল এলাকার আজাদ পেপার মিলের অদূরে এই ঘটনাটি ঘটে।

নিহত অটোভ্যান চালক আব্দুল হমিদ (৫৫) কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামের মৃত মনির হোসেন ওরফে মনুর ছেলে। আহত ভ্যান আরোহী এ্যালুমিনিয়াম পাতিল ব্যবসায়ী নবীর বিশ্বাস (৫০) পাবনা জেলার সাথিয়া উপজেলার পাইকড়হাটি গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে।

জানা গেছে, ঘটনার দিন সকালে নবীর কাহালু থেকে হামিদের অটোভ্যানে করে এ্যালুমিনিয়ামের পাতিল নিয়ে বগুড়া-সান্তাহার সড়ক দিয়ে দুপচাঁচিয়া উপজেলার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮ টার দিকে বারোমাইল এলাকায় পৌঁছালে বগুড়াগামী অজ্ঞনামা একটি যাত্রীবাহী বাস অটো ভ্যানটিকে ধাক্কা দেয়।

ভ্যান চালক আব্দুল হামিদ ভ্যান থেকে ছিটকে রাস্তার উপর পরে ঘটনাস্থলে মারা যান। অন্যদিকে ভ্যানে থাকা নবীর বিশ্বাস গুরুত্বর আহত হয়। আহত নবীরকে পার্শ্ববর্তী দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

তবে ঘটনার পরপরই ওই বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাহালু থানার এসআই খোকন চন্দ্র।

এই বিভাগের অন্য খবর

Back to top button