আন্তর্জাতিক খবর

৪ জন মানুষের ১ জন টয়লেট সুবিধা বঞ্চিত

বিশ্ব টয়লেট দিবস আজ। শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিত করতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। ওয়াটারএইড তাদের প্রতিবেদনে বলছে: বিশ্বের চার জনের একজন মানুষ টয়লেট সুবিধা থেকে বঞ্চিত।

চার জন মানুষের একজন টয়লেট সুবিধা বঞ্চিত

বিশ্ব টয়লেট দিবস আজ। শতভাগ টয়লেট সুবিধা নিশ্চিত করতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। ওয়াটারএইড তাদের প্রতিবেদনে বলছে: বিশ্বের চার জনের একজন মানুষ টয়লেট সুবিধা থেকে বঞ্চিত।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ও সংক্রামক রোগ প্রতিরোধে স্যানিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা অগ্রগণ্য। এমন পরিস্থিতিতে দ্য ইমপ্যাক্ট অব ক্লাইমেট চেঞ্জ অন দ্য স্যানিটেশন ক্রাইসিস ‘লিভিং ইন অ্যা ফ্র্যাজাইল ওয়ার্ল্ড’ শিরোনামে ওয়াটারএইডের প্রতিবেদনে উঠে এসেছে: বিশ্বের দুইশ’ কোটি মানুষের নিজস্ব টয়লেট প্রাপ্তির সুবিধা নেই এবং ৬০ কোটির বেশি মানুষ উন্মুক্ত স্থানে মলত্যাগ করেন।

‘‘নিরাপদ পানি, উপযুক্ত টয়লেট ও হাইজিন সুবিধার অভাবে প্রতিবছর ৮ লাখ ২৯ হাজার মানুষ মৃত্যুবরণ করে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ’’

এ উপলক্ষে আয়োজিত সেমিনারে ওয়াটারএইডের ইউকে চিফ এক্সিকিউটিভ টিম ওয়েইনরাইট, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহানসহ অন্যরা অংশ নেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button