বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

বগুড়া শহরের নিশিন্দারায় ব্যবসায়ী হজরত আলী মন্ডল (৩৫) কে কুপিয়ে হত্যা মামলার রায়ে ৩ আসামিকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেকের আরও ১০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

আদালত সুত্রে জানা যায়, মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদন্ড অনুমোদিত না হওয়া পর্যন্ত উক্ত মৃত্যুদন্ড কার্যকর করা যাবে না।

মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত তিন আসামি হলেন বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে মিলন ওরফে মারুফ রায়হান (৩৬), নিশিন্দারা আকন্দপাড়ার মহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ মানিক (২৫), নিশিন্দারা মধ্যপাড়ার মাসুম মোল্লার ছেলে মোহাম্মদ সাঈদী (২৭)। রায় ঘোষণার সময় দন্ডিত আসামীরা কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন।

বেকসুর খালাস পাওয়া ব্যক্তিরা হলেন বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলাম মন্ডল (৫১), সুলতানগঞ্জ পাড়ার শাওন ওরফে সজীব (২৫), পালসা এলাকার মোহাম্মদ সুজন (৩৮), নিশিন্দারা চকরপাড়ার শাহিনুর রহমান মানিক (২৫) ও কাজিম হোসেন (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ এপ্রিল বেলা দেড়টার দিকে শহরের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় হজরত আলী মন্ডল খুন হয়।

এঘটনায় হজরত আলীর মা মেরিনা বেগম বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে ওই দিনই বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
২০১৭ সালের ২৯ নভেম্বর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে সদর থানা পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button