খেলাধুলা

২০২১ সালের আইপিএল এ আসতে পারে নতুন দল

ভারতে করোনার কারোনে এবারের আইপিএল আরব আমিরাতে জৈব সুরক্ষায় মাত্র তিনটি স্টেডিয়ামে সফলভাবে শেষ হলো ভারতের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি।

পঞ্চমবারের মতো শিরোপার স্বাদ পেল মুম্বাই ইন্ডিয়ানস। আর আইপিএলের ১৩তম আসর শেষ হতে না হতেই ২০২১ সালের আসর নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছরের এপ্রিল-মে মাসে ভারতের মাটিতেই আইপিএলের ১৪তম আসরের আয়োজন করতে চায় সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বিসিসিআই।

এ আলোচনার মধ্যেই বাতাসের গুঞ্জন– আট দলের জায়গায় ২০২১ আইপিএল হতে পারে ৯ দলের। গুজরাট থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি দল খেলতে পারে সামনের আসরে। সেই ফ্র্যাঞ্চাইজির হোমগ্রাউন্ড হতে পারে মোতেরা।

উল্লেখ্য, ২০১৬ ও ২০১৭- এ দুই মৌসুমে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস নির্বাসিত থাকাকালীন গুজরাট লায়ন্স ও রাইজিং পুনে সুপার জায়ান্ট নামে দুটি দল আইপিএলে খেলেছিল। সেখান থেকে গুজরাটের দলকে টুর্নামেন্টে অংশ নেয়ারও পরিকল্পনা চলছে। তথ্যসূত্র: দ্য হিন্দু, আনন্দবাজার পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button