আন্তর্জাতিক খবর

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেসব রাজ্যে ভোট গণনা এখনও বাকি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। টানটান উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্রে। এখনও ২৭০ ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়নি কোনো প্রার্থীর। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, জো বাইডেন ২৩৮টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করে এগিয়ে আছেন। পক্ষান্তরে, ডোনাল্ড ট্রাম্পের কবজায় ২১৩ ইলেকটোরাল ভোট। কিন্তু ব্যাটল গ্রাউন্ড খ্যাত কয়েকটি অঙ্গরাজ্যে ভোটের ফলাফল এখনও বাকি। এর মধ্যে অন্তত পাঁচটি রাজ্যের ফলাফল নির্ধারণ করবে কে হচ্ছেন প্রেসিডেন্ট।

যে রাজ্যগুলোর ফল বাকিঃ

২. জর্জিয়া- এ অঙ্গরাজ্যে রয়েছে ১৬টি ইলেকটোরাল ভোট। রাজ্যটি হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এ পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাবে কিছুটা এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

৩. মিশিগান- এ অঙ্গরাজ্যের এখন পর্যন্ত প্রাপ্ত ভোটে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তবে দুই প্রার্থীর ব্যবধান এতই কম যে যেকোনো সময় পালটে যেতে পারে অবস্থান। এখানে এখনও চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। এ অঙ্গরাজ্যে রয়েছে ১৬টি ইলেকটোরাল ভোট

৪. নেভাদা- অঙ্গরাজ্যটিতে বরাবরই ভালো করেন ডেমোক্রেটরা। এ পর্যন্ত প্রাপ্ত ভোট অনুযায়ী সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে আছেন জো বাইডেন। ৬টি ইলেকটোরাল ভোট রয়েছে রাজ্যটিতে।

৫. নর্থ ক্যারোলিনা- নর্থ ক্যারোলিনায় এখন পর্যন্ত ভোট অনুযায়ী এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প। এ রাজ্যে রয়েছে ১৫টি ইলেকটোরাল ভোট।

৬. পেনসিলভ্যানিয়া- ২০টি ইলেকটোরাল ভোটের এ রাজ্য ব্যাটেলগ্রাউন্ড হিসেবে পরিচিতি পেয়েছে। এবার এ রাজ্যে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। তবে রাজ্যটির মেইল ইন ব্যালট এখনও গণনা হয়নি।

৭. উইসকনসিন- আরেকটি বড় ব্যাটলগ্রাউন্ড স্টেট। এখানে রয়েছে ১০টি ইলেকটোরাল ভোট। রাজ্যটিতে শুরুতে ট্রাম্প এগিয়ে থাকলেও আস্তে আস্তে জো বাইডেনের দিকেই ঝুঁকছে রাজ্যটি। মেইল ইন ব্যালটের গণনা এখনও শেষ হয়নি এ রাজ্যেও।

এই বিভাগের অন্য খবর

Back to top button