আন্তর্জাতিক খবর

ডোনাল্ড ট্রাম্পকে ‘যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে ভোট চাইলেন ইভাঙ্কা ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘যোদ্ধা’ হিসেবে অভিহিত করেছেন তাঁর মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। তিনি বলেছেন, হোয়াইট হাউসে আরও চার বছরের জন্য ট্রাম্পকে দরকার।

গতকাল শনিবার ওহাইও অঙ্গরাজ্যে এক সমাবেশে এ কথা বলেন ইভাঙ্কা। আজ রোববার বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানায়।

ইভাঙ্কা বলেন, ‘আমেরিকার এখন অন্য যেকোনো সময়ের চেয়ে হোয়াইট হাউসে আরও চার বছরের জন্য একজন যোদ্ধা দরকার। আমার বাবা প্রতিদিন প্রত্যেকের জন্য কঠোর লড়াই করছেন। এখন তাঁর জন্য, দেশের ভবিষ্যতের জন্য লড়াইয়ের সুযোগ এসেছে আমাদের সামনে।’

হোয়াইট হাউসে আরও চার বছরের জন্য তার বাবাকে দরকারIvanka Trump: 'I Am Pro-Life, and Unapologetically So'

সমাবেশে জনতার উদ্দেশে ইভাঙ্কা বলেন, ‘৩ নভেম্বর আপনাদের সহায়তায়, আপনাদের কণ্ঠস্বরে, আপনাদের ভোটে, আমরা আরকটি ঐতিহাসিক জয় পাব। আমরা আমেরিকাকে আগের চেয়ে আরও মহান করে তুলব।’

তিনি যুক্তরাষ্ট্রের ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান।

এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শক্তিশালী ও টেকসই অর্থনীতিকে ধরে রাখতে তাকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button