করোনা আপডেট

মাস্ক না পরলে স্বাস্থ্যখাতের কোথাও সেবা পাবেন নাঃ স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের ঢেউ মোকাবিলায় সরকার ও মন্ত্রণালয়ের সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (০১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, নো মাস্ক নো সার্ভিসের বিষয়টি স্বাস্থ্য খাতের সব সেবাদানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মাস্ক না থাকলে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে কোনো সেবা দেওয়া হবে না। প্রতিষ্ঠানগুলো এ সম্পর্কিত নির্দেশনা সম্বলিত ব্যানার থাকবে বলেও জানান মন্ত্রী। 

এছাড়া ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নে সব মন্ত্রণালয়েও চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ইউরোপে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের ঢেউ আমরা লক্ষ্য রাখছি। দ্বিতীয় ধাপের এই ঢেউ মোকাবিলায় সরকার ও মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। শুরুতে সেসব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র করোনা চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছিল, সেগুলো এখনও করোনা আক্রান্তদের জন্যই নির্ধারিত রয়েছে এবং আগামীতেও থাকবে। (সময় টিভি)

এই বিভাগের অন্য খবর

Back to top button