করোনা আপডেট

বগুড়ায় ফের বেড়েছে করোনা রোগীঃ একদিনে ৪৫জন শনাক্ত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সদরে ৪৪, বাকি একজন সোনাতলায় নতুন করোনায় আক্রান্ত।

ডা. তুহিন জানান, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৩টি নমুনায় ৪১জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১০টি নমুনায় ৪ জনের পজিটিভ এসেছে। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৭ হাজার ৯৮৩জন এবং সুস্থতার সংখ্যা ৭হাজার ২৫৫জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ১৯৩জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৩৫জন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে সর্বশেষ ফলাফলে বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৭৯৮৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২৫৫ জন। মৃত্যু হয়েছে ১৯৩ জনেরর আর চিকিৎসাধীন রয়েছেন ৫৩৫ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button