শেরপুর উপজেলা

বগুড়ার শেরপুরে অস্ত্রসহ সাত ডাকাত গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।

বুধবার মধ্যরাতে জেলার শেরপুর উপজেলার মির্জাপুর রানিরহাট সড়কের আড়ংশাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত একটি জ্যাক পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র হাঁসুয়া, লোহার রড, লাইলন রশি, হাত করাতসহ ডাকাতির সরঞ্জাম আরো বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার সদর উপজেলার মুকুল বেপারী (৫০), রায়হান হোসেন (২৫), মুক্তার পাইকার (৩১), হাবিবুর রহমান (২৬), বিপ্লব হোসেন (৩০), আরিফ (৩৫) এবং জেলার কাহালু উপজেলার আইয়ুব ফকির (২০)।

শেরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বগুড়া লাইভকে জানান : ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া ডাকাতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, আর তাই তাদেরকে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button