জাতীয়

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ থেকে দুর্গাপূজা এর মূল আনুষ্ঠানিকতা শুরু

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ (বৃহস্পতিবার) থকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের বৃহৎত্তম উৎসব শারদীয়া দুর্গাপূজা।

করোনাভাইরাসের কারণে এবার নেই তেমন কোনো সাজসজ্জা ও আলোকসজ্জা। থাকছে না কুমারী পূজা ও বিজয়া দশমীতে বিজয়ার শোভাযাত্রা। অঞ্জলি, প্রসাদ বিতরণ এবং ভোগআরতিও আয়োজিত হবে সীমিত পরিসরে।

করোনার কারণে দুর্গাপূজায় উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে স্বাস্থ্যবিধি মেনে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ থাকায় এবারের দুর্গোৎসবকে কেবল দুর্গাপূজা হিসেবে অভিহিত করা হচ্ছে।

পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার দোলায় চড়ে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে আসবেন। যার অর্থ হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাবে। তবে দেবী স্বর্গালোকে বিদায় নেবেন গজে চড়ে। যার অর্থ হচ্ছে পৃথিবী শস্যপূর্ণা হয়ে উঠবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button