বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ৩ ক্লিনিক কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নানান অপরাধে বগুড়ার ৩টি বেসরকারি ক্লিনিক কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার অভিযানে মোট ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

বগুড়া জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বিপরীতে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা, ঠনঠনিয়ার সার্ক জেনারেল হাসপাতালকে ৫৫ হাজার টাকা, এবং জলেশ্বরীতলার মা ও শিশু জেনারেল হাসপাতালকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা। মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ও ল্যাবরেটরি অধ্যাদেশ, ১৯৮২ এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়।

বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. নাছিম রেজা জানান, সকল হাসপাতালকে আগামী ১ মাসের ভিতর কাগজপত্র ঠিক করা ও ডাক্তার নার্স নিয়োগ করতে নির্দেশনা দেয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button