কাহালু উপজেলা

কাহালুতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

ফাহিম আহম্মেদ রিয়াদ (কাহালু প্রতিনিধি)ঃ বগুড়ার কাহালুতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে কাহালু থানা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান, কাহালু পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম সহ আরোও অন্যান্যরা।

সমাবেশে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন বিট পুলিশিংয়ের প্রয়োজনীয়তা এবং এর কার্যক্রম সম্পর্কে আলোচনা করে বলেন, উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বিট পুলিশিং এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে জনগণ এখন থেকে ইউনিয়ন পর্যায়েই খুব দ্রুততার সহিত পুলিশি সেবা পাবেন।

কাহালু পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের বিট পুলিশিং কার্যলয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button