সারাদেশ

পঞ্চগড় ও রাজশাহী রুটে নতুন মাত্রা পেলো ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে আন্তঃনগর এই ট্রেনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

একই সঙ্গে তিনি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনের নবনির্মিত প্লাটফর্মের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় মন্ত্রী বলেন, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো এই রুটে আন্তঃনগর ট্রেন চালু। আওয়ামী লীগ সরকার এই দাবি পূরণ করেছে। নতুন রেক না থাকায় আপাতত ট্রেনটি পুরাতন রেকে চলবে। তবে শিগগিরই বিদেশ থেকে নতুন কোচ এনে রেক পরিবর্তন করা হবে।

মন্ত্রী জানান, ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনটি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে ছাড়বে সকাল সাড়ে ৮টায় এবং রাজশাহী পৌঁছাবে বিকাল সাড়ে ৫টায়। আবার রাজশাহী থেকে ছাড়বে রাত ৯টা ১৫ মিনিটে এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে।

ট্রেনটির উভয় পথে বিরতির স্থানগুলো হচ্ছে- কিসমত, রুহিয়া, ঠাকুরগাঁও রোড, শিবগঞ্জ, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর ও আব্দুল্লাহপুর।

এই বিভাগের অন্য খবর

Back to top button