অন্যান্যখেলাধুলা

টাইগার তারকা মুশফিক ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিম ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হয়েছেন। ইউনিসেফের হয়ে টাইগার এই তারকা ব্যাটসম্যান দেশজুড়ে শিশুদের অধিকার নিয়ে প্রচার-প্রচারণা চালাবেন।
শনিবার (৪ অক্টোবর) এ খবর জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।

ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেইসবুক পেজে একটি ভিডিও বার্তায় শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন মুশফিক।

ইউনিসেফ বাংলাদেশর রিপ্রেজেনটেটিভ টামু হজুমির বরাত দিয়ে বলা হয়েছে, ‘জাতিসংঘের শুভেচ্ছদূত হিসেবে আমরা মুশফিকুর রহিমকে স্বাগত জানাচ্ছি। আমরা আশা করছি তিনি তার মেধা ও মর্যাদার মাধ্যমে এদেশের মানুষের কাছে পৌঁছে যাবেন।’

মুশফিক বলেছেন, ‘দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ আমাকে বিভিন্নভাবে দেখেছে। বাংলাদেশের নানান সফলতায় নানানভাবে দায়িত্ব পালন করেছি আমি। বাংলাদেশ জাতীয় দলকে আমি নেতৃত্ব দিয়েছি এবং দেশের জন্য সফলতা নিয়ে আসার চেষ্টা করছি। বাংলাদেশের শিশুদের অধিকারে উন্নতি আনতে ইউনিসেফের সঙ্গে শিশুদের নিরাপদ, সুখী এবং সুস্থ শৈশবের জন্য কাজ করতে আমি খুব আগ্রহী। আমি শিশুদের অধিকার নিয়ে কাজ করতে মুখিয়ে আছি। এটি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি শিশু অধিকারের মুখপাত্র হতে পেরে আনন্দিত।’

মুশফিক ইউনিসেফের সঙ্গে যোগ দেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন সংস্থাটির বাংলাদেশ উপ-প্রতিনিধি ভিরা মেনডোনকা।

মেনডোনকা বলেন, ‘আজ আমরা গর্বিত মুশফিকুর রহিকে ইউনিসেফ পরিবারের নতুন শুভেচ্ছাদূত হিসেবে স্বাগত জানাতে পেরে। আমরা বিশ্বাস করি মুশফিক তার নেতৃত্ব গুণ সম্মান এবং প্রতিভা দিয়ে ইউনিসেফকে সাহায্য করবে যাতে পুরো বাংলাদেশের মানুষের মাঝে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে পারি আমরা। এবং আমরা বিশ্বাস করি সকল শিশুকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সাহায্য করবেন মুশফিক।’

এই বিভাগের অন্য খবর

Back to top button