বগুড়া সদর উপজেলা

বগুড়ায় পেশাজীবি চালকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বগুড়ায় ‘চালালে গাড়ী সাবধানে বাঁচবে সবাই প্রাণে’ এই শ্লোগানে দুই দিনব্যাপি পেশাজীবি গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

২৬ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বগুড়া জেলা শাখার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় ১৬১ জন চালককে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় চালকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিআরটিএ বগুড়ার মোটরযান পরিদর্শক এস এম সবুজ। তিনি বলেন, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। একজন চালককে গাড়ীর চালানো সম্পর্কে সব ধরনের অভিজ্ঞতা ও কৌশল থাকতে হবে। তবেই সে দক্ষ চালক হতে পারবে।

বগুড়া বিআরটিএ- এর সহকারি পরিদর্শক সেলিম হাসানের সঞ্জালনায় কর্মশারায় উপস্থিত ছিলেন সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির টিআই শফিকুল ইসলাম, বিআরটিএ বগুড়ার মোটরযান পরিদর্শক-২ মো. হাসান, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য ইউনুছ আলী লয়াসহ আরো অনেকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button