বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ইল-ফিস (মৎস্য) ব্যবসার আড়ালে রমরমা মাদক ব্যবসা

বগুড়ায় সদরের তিনমাথা রেলগেট পুরান বগুড়ায় উত্তরবঙ্গ ইল-ফিস (মৎস্য) ব্যবসার আড়ালে রমরমা মাদক ব্যবসার অভিযোগে পুুলিশি অভিযানে গাঁজা সহ তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় : বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় যুব উন্নয়ন একাডেমীর প্রাচীর সংলগ্ন সরকারী সিএমবির জায়গা দখল করে বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের পালশা গ্রামের মাদক কারবারি রফিকুল ইসলাম অপু দির্ঘ্যদিন যাবত উত্তরবঙ্গ ইল-ফিস (মৎস্য) ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

শুক্রবার রাত্রী অনুমানিক ৩:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার এস আই মো: নূর আমিন রনি সঙ্গীয় ফোর্স সহ বগুড়া সদর থানাধীন তিনমাথা রেলগেট হইতে ১০০গজ পশ্চিমে রেল লাইনের উত্তরে দুই ভাই সুপার মার্কেট এর উত্তরবঙ্গ ইল-ফিস (মৎস্য) ব্যবসায়ী মালিক সমিতির অফিসের ভেতরে তল্লাসী চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে মজুতকৃত গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন : রংপুর জেলার পীরগঞ্জ থানার মাহালিপাড়ার ললিত টুডুর ছেলে বলরাম টুুডু (৪০), বাসুদেবপুরের মৃত আল লুচানুর ছেলে আল ব্রেকুস (৫০), বগুড়ার নন্দীগ্রাম থানার হাটলাল রনবাঘার শ্রী উকিল চন্দ্রের ছেলে শ্রী চঞ্চল কুমার (৩৫)।

বগুড়া সদর থানার এস আই নুরুল আমিন রনি জানান : আটকের সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রফিকুল ইসলাম অপুর নেতৃত্ত্বে এবং তত্বাবধানে তিনমাথা রেলগেট ও আশ পাশের এলাকায় মাদক ব্যবসা করে বলে জন সম্মুখে স্বীকার করেছে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান : অসামীদেরকে থানা হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button