করোনা আপডেট

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল, আজ মারা গেছে ৫৪ জন

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরো ২ হাজার ৫১৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ২ হাজার ১৪৭ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮২ জনে।

অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৫৪ জন। ফলে এখন দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৮২ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭০টি। মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি। এর মধ্যে গেল ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫১৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে।

গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৪ শতাংশ।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বের নানা প্রান্তে সবমিলিয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ২৩ হাজার ৯১৭ জনের। আর আক্রান্ত হয়েছে ২ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button