আন্তর্জাতিক খবর

ভারত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৭০ হাজার

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনাভাইরাসে সারা বিশ্বে ছড়িয়ে পরে। ভারতে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছেই দিন কে দিন এপর্যন্ত দেশটিতে মোট ২৮ লাখ ৩৬ হাজার ৯২৬ জন মানুষ করোনা আক্রান্ত।

সুস্থ হয়েছেন বিশ লাখের বেশি মানুষ এবং মৃত্যু বরন করেছেন ৫৩ হাজার ৮৮৬ জন যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সবশেষ হিসাব অনুযায়ী প্রায় প্রতিদিনই দৈনিক সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হচ্ছে দেশটিতে এবং গত ২৪ ঘন্টায় আরও ৬৯ হাজার ৬৭২ জন শনাক্ত হয়েছেন এবং মৃত্যু বরন করেছেন ৯৯৭ জন।

দৈনিক আক্রান্তে প্রায় প্রতিদিন আগের রেক্ড ভাঙলেও সব ধরনের বিধিনিষেধ এখন শিথিল ভারতে। সবকিছু আবার সচল হয়েছে।চলছে ব্যবসাসহ সব অর্থনৈতিক কার্যক্রম।

ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত মহরাষ্ট্র সবচেয়ে বিপর্যন্ত করোনায়, এই প্রদেশটিতে এখন পর্যন্ত ৬ লাখ ২৮ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button