বগুড়া সদর উপজেলা

ফটোগ্রাফি শিল্প এখন আধুনিকতার ছোয়ায় বিস্তৃত- জেলা প্রশাসক

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়া ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা করা হয়েছে। বুধবার সকালে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মমিনুর রশিদ সাইনের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউল হক। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ। আলোচনা সভায় বগুড়া ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, ফটোগ্রাফি শিল্প এখন আধুনিকতার ছোয়ায় বিস্তৃত। বর্তমানে ফটো সাংবাদিকরা অনেক ঝুকি নিয়ে কাজ করে। আগামী দিনে অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে টিকে থাকতে হবে। তিনি উত্তরবঙ্গের চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের কথা স্মরণ করেন। যিনি মঙ্গা পীড়িত অঞ্চলের মানুষেল জীভনমান নিয়ে সংবাদ তৈরি করতেন।

ইতিহাস থেকে জানা যায়, ১৯৩৯ সালের ১৯ আগষ্ট দিনটিকে ফ্রান্সে বিশ্ব আলোকচিত্র দিবস হিসেবে ঘোষনা করা হয় যা সারা পৃথিবীতে পালিত হয়ে আসছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button