পরিবহন

সব রুটেই ভাড়া বাড়লো প্লেনেরঃ আজ থেকে কার্যকর নতুন ফি

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জারি কৃত প্রজ্ঞাপন অনুযায়ী নতুন ফি কার্যকর করা হলো যার ফলে ভাড়া বাড়ালো প্লেনের।

আজ রবিবার জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে উড়োজাহাজে যারা বিভিন্ন গন্তব্যে যাবেন তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে যাত্রী নিরাপত্তা (প্যাসেঞ্জার সিকিউরিটি ফি) ও বিমানবন্দর উন্নয়ন ফি (এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি) পরিশোধ করতে হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সিদ্ধান্ত অনুযায়ী, সার্কভুক্ত দেশগুলোতে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি হিসেবে পাঁচ ডলার ও নিরাপত্তা ফি হিসেবে ছয় ডলার দিতে হবে।

এছাড়া আন্তর্জাতিক গন্তব্যে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটে ১০ ডলার করে বাড়তি ফি দিতে হবে। এবং দেশের অভ্যন্তরীন যাত্রীদের প্রতিবার ভ্রমণে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৭০ টাকা।

এছাড়াও এই দুই ফি আরোপের কারণে বেড়েছে ভ্যাটের অংকের পরিমাণ (ভ্যালু অ্যাডেড ট্যাক্স অন ফি)। বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য ১৬ আগস্ট থেকে নতুন ফি কার্যকর করা হবে বলে জানা যায়।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button