স্বাস্থ্য

আজ ২৮ শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস

প্রতিবছর ২৮ জুলাই দিবসটি পালন করা হচ্ছে। ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেপাটাইটিস দিবসটির স্বীকৃতি দেয়।বাংলাদেশে প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে- দূষিত রক্ত, সিরিঞ্জ, মা থেকে সন্তানের দেহে,জীবানু মুক্ত নয় এরুপ যন্ত্র সার্জারী তে ব্যাবহার, অসচেতনভাবে দাতের চিকিৎসা, কান ফোঁড়ানো বা ট্যাটুর মাধ্যমে এবং অনৈতিক মেলামেশার কারণে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাস মানবদেহে ছড়িয়ে পড়ছে।

এ ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বনে হেপাটিটিস প্রতিরোধ সম্ভব। সেগুলো হলোঃ
১.নিয়মিত রক্ত পরিক্ষা করানো
২.রোগীর শরীরে রক্ত ও রক্তের উপদান প্রবেশ করানোর পূর্বে তা পরীক্ষার ব্যাবস্থা করা।
৩.ডিসপোজিবেল সিরিঞ্জ ব্যাবহার করা।
৪.অনিরাপদ যৌন মিলন থেকে বিরত থাকা।
৫.সূচ ব্যাবহারে ও সেলুনে শেভ করানোর সময় সাবধনতা অবলম্বন করা।

দেশে প্রায় ২০ হাজার রোগী প্রতিবছর হেপাটাইটিস ভাইরাসে মারা যায়।দিবসটি উপলক্ষে লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ হেপাটোলজি সোসাইটি এবং অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। হেপাটাইটিস পরীক্ষার জন্য আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র যোগাযোগ করুন।

এই বিভাগের অন্য খবর

Back to top button