জাতীয়

আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম মারা গেছেন

প্রায় ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চির বিদায় নিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার (১২ জুন) সকালে তার ছেলে তানভীর শাকিল জয় এই তথ্য জানিয়েছেন।

গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। তবে তার রিপোর্ট পরপর তিনবার নেগেটিভ এসেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন শুক্রবার ভোরে তার স্ট্রোক হয়। সেদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়। তারপরেও তাকে লাইফ সাপোর্ট থেকে সরানো সম্ভব হয়নি। তার মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।

শনিবারই বনানী কবরস্থানে নাসিমের দাফনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়।

নাসিমের মৃত্যুর পর মাননীয় প্রধানমন্ত্রী উনার ছেলের সঙ্গে কথা বলেছেন। আজকে বনানীর কবরস্থানে দাফন করা হবে।

নাসিমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও শোক জানিয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button