স্বাস্থ্য

টিএমএসএস মেডিকেল কলেজে রবিবার থেকে করোনা পরীক্ষা শুরু

টিএমএসএস মেডিকেল কলেজে করোনা শনাক্তের রিয়েল টাইম পলিমেরাস চেইন রিয়্যাকশন (আরটি পিসিআর) ল্যাবের কার্যক্রম চালু হয়েছে। ঢাকা এবং চট্টগ্রামের পর বগুড়ায় প্রথম বেসরকারি মেডিকেল কলেজে এটা চালু হলো।

আজ শনিবার বিকেলে টিএমএসএস মেডিকেল কলেজে ল্যাবের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক জনাব ফয়েজ আহাম্মদ।

উদ্বোধনকালীন আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “এতোদিন শুধু বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনা শনাক্ত হয়েছে। এই ল্যাব চালুর পর করোনা পরীক্ষার সংখ্যা বাড়লে এই অঞ্চলে করোনা মোকাবিলা আরো সহজ হবে।”

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, সিভিল সার্জন ডা. গউসুল আজিম চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু এবং বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম সহ টিএমএসএসের অন্যান্য কর্মকর্তারা।

ছবি: নুরে ফারহানা শায়লা

টিএমএসএস’র নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম বলেন, “রোববার থেকে এই ল্যাবে প্রতিদিন দুটি প্লেটে ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে। প্রতিটি নমুনা পরীক্ষার জন্য ফি জমা দিতে হবে ৩ হাজার ৫শ টাকা। বাড়ি থেকে কারো নমুনা সংগ্রহ করতে হলে এই ফি’র সঙ্গে যোগ করতে হবে আরো ১ হাজার টাকা।”

এই বিভাগের অন্য খবর

Back to top button