দুর্ঘটনাসারাদেশ

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুন, মৃত্যু ৫

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন বিভাগে আজ বুধবার রাত ১০টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আছে। আগুনে করোনা ইউনিটে থাকা পাঁচ জন মারা গেছেন।

হাসপাতালের চিফ অব কমিউনিকেশন ডা. সাগুফা আনোয়ার বলেন, ‘মূল ভবনের বাইরে শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে সবাই নিরাপদে আছেন। কোনও ধরনের ধোঁয়া হাসপাতালের ভেতরে যায়নি।’

তিনি আরও বলেন, ‘১০ থেকে ১২ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। সবকিছু মিলিয়ে নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। ওখানে থাকা রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিককে বলেন, ‘আমরা পাঁচ জন নিহতের তথ্য পেয়েছি। তারা করোনায় আক্রান্ত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button