করোনা আপডেট

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনা শনাক্ত আরো ৮ জনের

বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ৯৪ টি ফলাফলের মধ্যে ৮ জনের শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পড়েছে।

সোমবার ২৫ই মে, ৯৪ টি নমুনা পরীক্ষা বগুড়া জেলার ৭৬ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৮ জন ব্যক্তির করোনা পজিটিভ এবং জয়পুরহাট জেলার ১৮টি নমুনার সবগুলো ফলাফল নেগেটিভ এসেছে বলে খবরটি আজ রাত ৯ টায় বগুড়া লাইভকে নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৪জন, সোনাতলার ২জন, সারিয়াকান্দি ও নন্দীগ্রামের একজন করে।

সদরের ৪জনের মধ্যে ২জন নাটাইপাড়ার। একজন উপশহরের বাসিন্দা পেশায় চিকিৎসক। বাকি একজন কৃষ্ণপুর এলাকার বাসিন্দা ।

সোনাতলা উপজেলার দুইজনের মধ্যে একজনের বাসা পাকুল্লায়। তিনি রংপুর ফেরত। অপরজন আগুনেতাইর এলাকার বাসিন্দা।

সারিয়াকান্দির একজন। তার সংক্রমিত হওয়ার বিস্তারিত তথ্য জানা যায়নি।

নন্দীগ্রাম উপজেলার এক নারী চিকিৎসক। তিনি শজিমেকে দায়িত্বে আছেন। স্থানীয় ভাবেই তিনি আক্রান্ত বলে জানান ডেপুটি সিভিল সার্জন ।

তিনি আরো জানান এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ১৭৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৬জন।
মৃত- ১ জন। বর্তমান করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৬২জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button