সাহিত্য

কবিতা: মনের শিহরণ

মনের শিহরণ
—–খোকন সরদার
======<>======

কবি শামসুল হক বাবু ভাই
সাহস জোগায় সর্বোদয়,,
গহীনে চিত্ত ফুলানো তার লেখা
এটা-ই আমার শ্রেষ্ঠ দেখা।।

আমি…..শান্তি…..পাই”

জনপ্রিয় কবি সোহেল ভাই
হৃদয়ে নাই তার হিংসার ঠাঁই,
কাব্য খোদিত তার নাম
যেমন ব্যক্তি তেমন-ই কাম।।

“আমি……শান্তি……পাই”

প্রাণ প্রিয় কবি বিদ্যূৎ জাহিদ ভাই
যার কবিতার ভেতরে আত্মার ঠাঁই,
সহজ সরল তার মানবিক-তা
অন্তরে নেই তার বিষন্নতা।।

“আমি……শান্তি……. পাই”

সাহসী লেখক ছোট আলামিন
তার সাথে হয়-না কারোও সামিল,,
যার ভাবনার সুর–যায় বহুদূর……
তার কবিতা অনেক মধুর।।

“আমি….শান্তি……পাই”

মানবিক লেখক কাইয়ুম ভাই
তার লিখুনি-তে আমি জীবন পাই
যার বাক্যে,যার মনের ভাষায়
হৃদয় হয়ে যায় মনে ঠাঁই।।

“আমি……..শান্তি……..পাই”

প্রিয় শিল্পী প্রয়াত–দুলাল ভাই,
বেঁচে থাক, সে বগুড়ার সূর্য,
বেঁচে থাক তার প্রণয়ন ভাসস্কার্য,,,
বেঁচে থাক বাংলার শিল্পাঙ্গন
বেঁচে থাক রংতুলির শিহরণ।।

“আমি……শান্তি………পাই’’

✍–০২-০৫-২০২০

এই বিভাগের অন্য খবর

Back to top button