আন্তর্জাতিক খবরজাতীয়

করোনা র‍্যাংকিংয়ে ৩৭ থেকে ৩৪ নম্বরে নামলো বাংলাদেশ

করোনাভাইরাস এর সংক্রমণ বেড়ে গেছে, দেশে লকডাউন শিথিল করতেই।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছে ১,০৩৪ জন। যা গতকালের চেয়ে ১৪৭ জন বেশি। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫, ৬৯১। ৩৭ টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭,২০৮ জনের নমুনা পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে।

আক্রান্তের সংখ্যায় এখন পর্যন্ত শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১,৩৬৭,৯৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮০,৭৮৭ জনের।
দ্বিতীয় স্থানে থাকা স্পেনে আক্রান্তের সংখ্যা ২৬৪,৬৬৩ এবং মৃত্যু হয়েছে ২৬,৬২১ জনের। যুক্তরাজ্যকে পেছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ২২১,৩৪৪ জন এবং মৃত্যু হয়েছে ২,০০৯ জনের।

গত ৫ মে বাংলাদেশ বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান ছিল ৩৭ নম্বরে। আজ রেকর্ড পরিমাণ আক্রান্তের কারণে বাংলাদেশ উঠে এসেছে ৩৪ নম্বরে। বাংলাদেশ ছাড়িয়ে গেছে আরকাইন, রোমানিয়া, ইন্দোনেশিয়াকেও।

সূত্রঃ সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button