সোনাতলা উপজেলা

সোনাতলায় বাড়ি বাড়ি খাবার সামগ্রী পৌঁছে দিলেন জেলা আনসার কমান্ড্যান্ট

চারিদিকে যেন ঘোর অন্ধকার। করোনা প্রতিরাধের কড়াকড়িতে কর্মহীন হয়ে পড়েছে বগুড়ার বহু নিম্নআয়ের মানুষ। সামনের দিনগুলো কীভাবে কাটবে, তাই নিয়ে যত দুঃচিন্তা। করোনায় ধীরে ধীরে থমকে যাচ্ছে জনজীবন। থমকে যাচ্ছে মানুষের আয়রোজগারের পথ। তাতে সবচেয়ে বেশি কষ্টে স্বল্পআয়ের মানুষ।

বাংলাদেশ আনসার মহাপরিচালকের ঐকান্তিক প্রচেষ্টায় ও সময়োপযোগী সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশের প্রান্তিক এলাকা পর্যন্ত স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলার মোট ১২ টি উপজেলায় ৩ হাজার ৬০০শত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ৪ঠা এপ্রিল সকালে বগুড়া সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আনসার ভিডিপির প্রশিক্ষিত নিম্নআয়ের সদস্যদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

এছাড়াও আনসার সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন জেলা কমাড্যান্ট মুহাম্মাদ মেহেদী হাসান পিএএম।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াঁজ, ১ কেজি ডাল, ১লিটার তেল, ১টি সাবান ও ১টি মাস্ক।

এসময় জেলা আনসার কমান্ড্যান্ট মুহাম্মাদ মেহেদী হাসান পিএএম বলেন, আপনাদের মাঝে যা দেওয়া হলো তা কোন ত্রান সামগ্রী নয়। রাষ্ট্রের জনগণ হিসাবে এটা আপনাদের অধিকার এটা আপনাদের প্রাপ্য।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া সোনাতলা উপজেলা চেয়ারম্যান মিনহাজ্জুমান লিটন , উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাছিমুল ফেরদৌস।

এই বিভাগের অন্য খবর

Back to top button