করোনা আপডেটজাতীয়সারাদেশ

দেশের ৮০০ করোনা রোগী এখন সুস্থের পথে

দেশে প্রায় ৮০০ করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হওয়ার পথে রয়েছেন। এমন তথ্য জানিয়েছে খোদ স্বাস্থ্য অধিদফতর।
তারা আরও জানিয়েছেন, আক্রান্ত ওই ব্যক্তিদের শরীরে এখন আর কোনো উপসর্গ নেই।

শুক্রবার (১ মে) করোনাভাইরাস নিয়ে নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমাদের করোনা আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৮০০ জন সুস্থ আছেন। তাদের মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই।

তিনি আরও বলেন, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের ভালো হওয়ার পর দুটি টেস্ট করতে হয়। হয়তো তাদের কারও একটি টেস্ট হয়েছে, আরেকটি হয়নি, এ পর্যায়ে আছে। আবার কারও কারও হয়তো একটিও হয়নি, তবে তাদের কোনো লক্ষণ বা উপসর্গ নেই। লক্ষণ, উপসর্গ সম্পূর্ণভাবে নিরাময় হওয়ার পরই আমরা পুনরায় টেস্টগুলো করি।
সুস্থ হওয়ার পথে এই ৮০০ আক্রান্ত ব্যক্তি বাসা ও হাসপাতালে রয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button