করোনা আপডেট

বগুড়ায় ২৪ ঘন্টায় দুইজন ব্যক্তির করোনা পজিটিভ

এ নিয়ে বগুড়া জেলায় মোট ১৪জন করোনায় আক্রান্ত

বগুড়ায় নতুন করে আরো দুইজনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস ধরা পড়েছে। আক্রান্ত দুইজন ব্যক্তির মধ্যে একজন গাবতলী উপজেলার ২৫ বছরের যুবক এবং অন্যজন শিবগঞ্জ উপজেলার ২৫ বছরের নারী রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হতে ৫১ টি নমুনা পরীক্ষার ফলাফলে এই দুইজন ব্যক্তির করোনা পজিটিভ আসে।

এ নিয়ে বগুড়া জেলায় মোট ১৪জন করোনায় আক্রান্ত হলেন। বিষয় টি বৃহস্পতিবার রাত ৮.২০ মিনিটে বগুড়া লাইভকে নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন।

এর আগে ২২ এপ্রিল রাতে বগুড়ায় ৭ উপজেলায় সাতজনের করোনায় আক্রান্তের খবর জানানো হয়। করোনার বিস্তার ঠেকাতে জেলা প্রশাসকের ঘোষণা অনুযায়ী বগুড়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

এছাড়াও বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে ১০৩ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে সারিয়াকান্দিতে ২১ জন, শিবগঞ্জে ১৪ জন,আদমদিঘীতে ৪২ জন, দুপচাচিয়ায় ১০ জন, শেরপুরে ৬ জন ও গাবতলীতে ১০ জন।

২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে- ৩৬জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছে- ১৬৩১জন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন।

উপজেলাভিত্তিক হোম কোয়ারেন্টাইন
সারিয়াকান্দি-২২৮ জন
সোনাতলা-১৫১ জন
শিবগঞ্জ-৫৪০ জন
আদমদিঘী-৭৬ জন
দুপচাঁচিয়া-১৩৩ জন
কাহালু-২৪২ জন
নন্দীগ্রাম-০২ জন
শেরপুর-৭০ জন
ধুনটে-২৪ জন
সদর-২৩ জন
গাবতলী-৬৭ জন
শাজাহানপুর-৭৫ জন

এই বিভাগের অন্য খবর

Back to top button