করোনা আপডেট

বগুড়ায় করোনা নমুনা পরীক্ষার ৩৩ টি সবই নেগেটিভ

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজে স্থাপিত হওয়া পিসিআর ল্যাব অর্থাৎ করোনা শনাক্তকরণ মেশিনে এ পর্যন্ত মোট ৮৮ টি নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এপর্যন্ত ৩৩ টি নমুনা পরীক্ষা করা হয়।

৩৩ টি পরীক্ষার ফলাফলের মধ্যে ৩০ টি ফলাফল নেগেটিভ এসেছে বাকি ৩ টি নমুনা পরীক্ষা দ্বিতীয়বার করা হবে জানান বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি আরো জানান, গত ২০ এপ্রিল করোনা শনাক্তকরণ মেশিনের উদ্বোধন করা হয়, ওই দিনেই ৪ টি নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। পরের দিন ৮৪ টি নমুনা পাঠানো হলে মাত্র ২৯ টি নমুনার ফলাফল আসে। ২৯ টি ফলাফলের মধ্যে ২৬ টি নেগেটিভ আসে বাকি ৩ টি ফলাফল দ্বিতীয় বারের মতো পরীক্ষার নির্দেশ দেওয়া হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button