কাঁচা বাজার

বগুড়ায় করলা চাষিদের মাথায় হাত

প্রতি বছর করলা চাষ করে লাভের মুখ দেখতো বগুড়ার চাষিরা। বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন এ অঞ্চলের চাষীরা।

এছাড়াও স্থানীয় বাজারে দাম পাচ্ছেননা চাষীরা। করোনার কারণে দেশে চলছে লকডাউন। তাই পাইকারি বিক্রেতারাও আগ্রহ হারাচ্ছেন। আর এতেই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বগুড়ার চাষিদের।

যেখানে ভরা মৌসুমে করলা কেজি প্রতি ২০/২৫টাকা বিক্রি হতো সেখানে প্রতি কেজি করলা ৫ টাকার বিক্রি করতে হচ্ছে।

গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের এক কৃষক বলেন যে, গত বছর প্রতি কেজি ২০থেকে ২৫ টাকা করে বিক্রি করছি আর এইবার মাএ ৫ টাকা করে বিক্রি করতে হচ্ছে। এতো কম দামে বিক্রি করে আমারা পথে বসে গেছি।

এই বিভাগের অন্য খবর

Back to top button