ধুনট উপজেলা

বগুড়ায় বৃদ্ধদের পাশে একদল যুবক

আবুল বাশার মিরাজ: বাধ্যর্কে উপার্জনে ব্যর্থ প্রবীণরা। বলতে গেলে সমাজ পরিবার এবং আপনজনদের কাছে অবহেলা-অবজ্ঞা এবং অনেক করুণার পাত্র তারা৷ সে অপ্রয়োজনীয় এক বোঝা, কখনো কখনো আপনজনরা একান্ত ভাবে পরিবারের বৃদ্ধ-বৃদ্ধা সদস্যটির মৃত্যুও কামনা করে।করোনার এই দূর্যোগে সেসব বৃদ্ধাদের পাশে দাঁড়িয়েছে বগুড়ার একদল যুবক। নিজেদের উদ্যোগে ত্রাণ সহয়তা নিয়ে এগিয়ে এসেছেন তারা।

জানা গেছে, ধুনট উপজেলার অন্তর্গত বেড়েরবাড়ী স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে গরীব তারা অসহায় বৃদ্ধা ৭২ টি পরিবারের মাঝে চাল, ডাল,আলু, সাবান বিতরণ করেন। ত্রাণ বিতরণের সময় সংগঠনটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ শারিফুল ইসলাম, মোঃ জোবায়ের আহমেদ, মোঃ ইমরান আহমেদ আকাশ, মোঃ সাহেদ সরকার, মোঃ ফারুক হোসেন, মোঃ পারভেজ, শফিউল ইসলাম সোহাগ, মোঃ মুক্তার হোসেন, মুন্না ইসলাম, হানজালা, শাহাদাত হোসেন, রিজওয়ান আহমেদ, শাহরিয়ার সাহেদ, মাছুম রানা, রানা, রবিন, নিরব, নাঈম, পলাশ, হান্নান, মহন ইসলাম প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button