শিবগঞ্জ উপজেলা

বগুড়ার শিবগঞ্জে শবে বরাতকে কেন্দ্র করে স্বামীর হাতে স্ত্রী খুন

বগুড়ার শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুলজান নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ও তার সতীনের ছেলে। এ ঘটনার পর বাড়িতে তালা ঝুলিয়ে সবাই পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত বুলজান শিবগঞ্জ উপজেলার কিচক ইউপির শালদহ পশ্চিমপাড়ার মোকছেদ আলী শেখের দ্বিত্বীয় স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পবিত্র শবে-বরাত জিয়ারতের সুঁজি ও চিনি বাজার থেকে স্বামীকে আনতে বলে স্ত্রী বুলজান। রাতে সুঁজি চিনি নিয়ে বাড়ি ফিরে স্বামী মোকছেদ আলী (৬০)। কিন্তু বাজার থেকে চিনির পরিমাণ কম আনে স্বামী মোকছেদ। শবে-বরাতের হালুয়া করতে চিনি কম হবে স্বামীকে বললে, এ নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার শালদহ পশ্চিমপাড়া গ্রামের মোকছেদ আলীর দ্বিতীয় স্ত্রী বুলজান ও প্রথম স্ত্রীর ছেলে শাহিদুল ইসলামকে নিয়ে বসবাস করে আসছিলেন। একপর্যায়ে স্ত্রীকে পেটানোর পর মশারি দিয়ে ঢেকে রেখে বাবা ও ছেলে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী বুলজান বেগমের মরদেহ বাড়ির উঠানে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি আরো জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button