নাগরিক সেবা

দুস্থ মানুষের পাশে বগুড়া ফটোগ্রাফি ক্লাব

বগুড়া ফটোগ্রাফি ক্লাব নানা দুর্যোগে দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে সব সময়।

বগুড়া ফটোগ্রাফি ক্লাব নানা দুর্যোগে দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে সব সময়। এরই ধারাবাহিকতায় দেশের এই ক্রান্তিলগ্নে বগুড়া ফটোগ্রাফি ক্লাবের পক্ষ থেকে অসহায় ১৬৪ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় অসহায় ১৬৪ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য-সামগ্রী হিসাবে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ১ টি লাউ, ২ লিটার তেল, ১টি সাবান দেওয়া হয়েছে পরিবারগুলোকে।

ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বগুড়া ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব তৌহিদ পারভেজ বিপ্লব। তিনি আরো বলেন, “যেহেতু এটি একটি বৈশ্বিক সমস্যা এবং অন্যান্য দূর্যোগের তুলনায় অত্যান্ত বেশী ভয়াবহ, তাই প্রতিবারের তুলনায় এবার সাহায্য সহযোগিতাও অনেক বেশী দরকার। বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছেন তাদের সহযোগীতা বেশী দরকার। কারন তারা কারও কাছে চাইতে পারে না।” একই সাথে তিনি সমাজের বিত্তবানদের দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button