আদমদিঘী উপজেলাউপজেলা

আদমদীঘিতে বাড়ি আঙ্গিনায় গাঁজা চাষ

৩৯টি গাঁজা গাছসহ যুবক গ্রেফতার

বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করার সময় ৩৯টি গাঁজার তাজা গাছসহ মামুন হোসেন (২৮) নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার কোমারপুর বড়দীঘি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গাঁজাচাষী মামুন হোসেন ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক রকিব হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, আদমদীঘির কোমারপুর বড়দীঘি গ্রামের মামুন হোসেন তার বাড়ির আঙ্গিনায় অভিনব কায়দার টিনের বেড়া দিয়ে দীর্ঘদিন যাবত গাঁজাচাষ করে আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে গত রোববার দিবাগত রাত ১২টা ৫০মিনিটের সময় উপ-পরিদর্শক রকিব হোসেন ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালিয়ে মামুন হোসেনকে আটক করে তার বাড়ির আঙ্গিনায় অভিনব কায়দায় টিনের বেড়া দিয়ে মাটিতে রোপনকৃত ৩৯টি তাজা গাঁজার গাছ উঠিয়ে জব্দ করেন।

উক্ত গাঁজার গাছগুলো লম্বায় ৩ ফিট ১০ ইঞ্চি যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে পুলিশ জানান। গ্রেফতারকৃত গাঁজাচাষীকে সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button