বগুড়া সদর উপজেলাসোনাতলা উপজেলা

বগুড়ায় বিদেশ ফেরত ২ জন হোম কোয়ারেন্টাইনে

বগুড়ায় করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের আশঙ্কায় বিদেশ ফেরত ২ জন বাংলাদেশিকে হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। বগুড়ার এই নাগরিকরা সাম্প্রতিক সময়ে ইতালি ও কুয়েত থেকে দেশে ফিরেছেন।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু জানান, ইতালি থেকে ১ নাগরিক বগুড়া সদরে আসা বর্তমানে সুস্থ আছেন তার কোনো সমস্যা নেই । তবে নিয়ম অনুযায়ী তাকে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

অপরদিকে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, সোনাতলা উপজেলায় কুয়েত থেকে কাতার হয়ে আসা যে ১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সে ব্যক্তিও সুস্থ আছেন। তাকেও ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্বাস্থ্য কর্মীরা বুধবার সকালে ঐ দুজনের বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার সময় করণীয়গুলো তাদের পরিবারের সদস্যদের শিখিয়ে দিয়ে এসেছেন। তারা বর্তমানে সুস্থ রয়েছেন তাদের কোনো সমস্যা নেই বলে জানা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button