বগুড়া সদর উপজেলা

বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন

বগুড়ায় পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি

বুধবার ১৯ ফেব্রুয়ারি, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের ২য় শিফটের শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকে ২য় শিফটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করে এবং সকাল ৯ টা ১০ মিনিটে ক্যাম্পাসের প্রধান গেইটে তালা লাগিয়ে দেয়।

৯ টা ৩০ মিনিটে ১ম শিফটের সকল শিক্ষার্থীদের ক্লাস বর্জন করা হয় এবং সকল শিক্ষার্থী ক্যাম্পাসের একাডেমিক গেইট থেকে পুরো রাস্তাজুড়ে অবস্থান নেয়।

এসময় শান্তিপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দেন কয়েকজন শিক্ষার্থী এবং তাদের দাবী ২য় শিফটের ক্লাস পুনরায় চালু করার জন্য অনুরোধ জানান। তারা একই সঙ্গে এটাও জানান দাবী না মানলে আন্দোলন আরো জোড়দার করা হবে এবং চলমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত ১ম শিফটেরও কোনো ক্লাস চলতে দেয়া হবে না।

দীর্ঘদিন যাবত শিক্ষকদের প্রাপ্ত সম্মানী ও দাবী আদায় না হওয়ায়, শিক্ষকগন সারা বাংলাদেশের ২য় শিফটের শিক্ষার্থীদের ক্লাস গ্রহণ বন্ধ করে দেন। যার প্রভাবে পলিটেকনিক ইন্সটিটিউটের ২য় শিফটের শিক্ষার্থীদের ভুগতে হচ্ছে বহুদিন যাবত।

উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি ২০২০ ইং হতে ১ম শিফটের ক্লাস চললেও ২য় শিফটের ক্লাস হয়নি একদিনও।

এই বিভাগের অন্য খবর

Back to top button