গাবতলী উপজেলা

পোড়াদহ মেলায় ৭২ কেজি বাঘাইর এর মূল্য এক লক্ষ ত্রিশ হাজার

বগুড়ার গাবলীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঐতিহ্যবাহী ‘পোড়াদহ’ মেলা শুরু হয়েছে। প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার প্রায় ৪০০’শ বছর পুরোনো এ মেলা, শহর থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্বে ইছামতি নদীর তীরে পোড়াদহ এলাকায় বসে বলে সবার কাছে ‘পোড়াদহ’ মেলা নামেই পরিচিত।

সকাল থেকেই জমে উঠা মেলার প্রধান আকর্ষণ বড় বড় আকারের মাছ। এবছর মেলার সবচেয়ে বড় মাছ ছিলো ৭২ কেজি ওজনের বাঘাইর। যার মুল্য ১৮০০ টাকা কেজি দরে আনুমানিক ১লক্ষ ৩০হাজার টাকা। ৩-৫ কেজি ওজনের মাছের দাম ৩৮০-৪০০ টাকা কেজি, ৫-১০ কেজি ওজনের মাছের দাম ৭০০-৮০০ টাকা প্রতি কেজি মূল্য।

এছাড়া মেলায় হরেক রকম মিষ্টি বিক্রি হয়। ৮ কেজি ওজনের একটি মাছ আকৃতি মিষ্টি বিক্রি হয় ৫ হাজার টাকায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button