খেলাধুলা

১৪ সেলাই নিয়েই বিপিএল খেলবেন মাশরাফী

হার না মানা এক লড়াকু ক্রিকেটার মাশরাফী। শত আঘাতও যাকে টলাতে পারেনি, তিনি কি আর ১৪ টা সেলাইয়ের কাছে হেরে যাবেন!

শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের শুরুতেই চোখে পোকা পড়ে মাশরাফীর। এরপর খেলা চালিয়ে যান। ইনিংসের দ্বিতীয় ওভারেই আসেন বোলিং করতে। তিন ওভার বোলিংও করেন।

কিন্তু বিপত্তিটা বাঁধে ফিল্ডিং করতে গিয়ে। ম্যাচের একাদশ তম ওভারে মেহেদী হাসানের বলে কাভারে রাইলি রুশোর ক্যাচ নিতে ঝাঁপিয়ে পড়েছিলেন ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফী।

ক্যাচ নিতে না পারলেও বলের আঘাতে মাঠ ছাড়েন তিনি। কিছুক্ষণ পর জানা যায়, অধিনায়কের বাঁহাতের তালুতে লেগেছে ১৪টি সেলাই।

আর ফিল্ডিংয়ে নামেননি। বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী জানান, মাশরাফীর হাতে সেলাই পড়েছে ১৪টি। পরের ম্যাচের আগে সময়ও খুব কম। তাই খেলার সম্ভাবনা নাই বললেই চলে।

এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটরের ম্যাচটা খেলতে চাইছেন তিনি।মাশরাফী গত রাতে ফিরে গেছেন টিম হোটেলে। প্রস্তুত হচ্ছেন চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটা খেলার।

এদিকে মাশরাফীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে খেলবেন তিনি। দলের প্রয়োজনে বোলিংও করবেন তিনি।
তাইতো সবার চোখ এখন এলিমিনেটর ম্যাচের দিকেই থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button