ধুনট উপজেলা

বগুড়ার ধুনটে ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, বিদ্যুৎ খাতের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার শতভাগ সফল হয়েছে। সরকার বিদ্যুতের চাহিদা পূরণে প্রশংসনীয় দক্ষতার পরিচয় দিয়েছে। ২০২০-২১ সাল হচ্ছে মুজিব বর্ষ। এই মুজিব বর্ষে দেশবাসীকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় বগুড়ার ধুনট উপজেলায় নাংলু এম.কে.এম ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে ৩ কোটি ৭৫লাখ টাকা ব্যয়ে গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, বগুড়া পল্লী বিদ্যুৎ-২ ধুনট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মাহবুব জিয়া, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল ইসলাম রেজা, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, ত্রান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল আমিন তরফদার, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার মাষ্টার, সাধারণ সম্পাদক জি,এম ফিরোজ লিটন, ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, নিমগাছী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে উপজেলা ৩টি ইউনিয়নের ৫টি গ্রামের ১হাজার ৬০০জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে

এই বিভাগের অন্য খবর

Back to top button