ক্রিকেট বিশ্বকাপ ২০১৯খেলাধুলা

মেয়েদের পর এবার সোনা জিতলেন বাংলাদেশের যুবারা ৷

বগুড়া লাইভ ডেস্কঃ এস এ গেমসের ক্রিকেট ইভেন্ট এর ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্প রানে বেধে রেখে কম লক্ষে ব্যাট করতে নেমে খুব সহজেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ ক্রিকেট দল ৷

গতকাল সোমবার এস এ গেমস এর ক্রিকেটের ফাইনালে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ৷

ব্যাট করতে নেমে শুরুটা ঝড়ের গতিতে করলেও ঝড়টা থামতে সময় লাগেনি খুব বেশি ৷ লঙ্কান ওপেনার পাথুম নিসানকা ও নিশান মাদুসকার দৃঢ়তায় ৪ ওভারে ৩৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা ৷

২২ রান করে নিসানকার আউট হয়ার পরই চিত্র বদলাতে শুরু করে ৷ শেষ প্রর্যন্ত মাত্র ১২২ রানে থামে লঙ্কানদের ইনিংস ৷ লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করে আশান ৷ নিসানকা, মাদুসকা, আসালাঙ্কা, মেন্ডিস করেন যথাক্রমে ২২, ১৬ ও ১২ রান ৷

টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৩ টি উইকেট শিকার করে সাইফ হাসান ৷ সুমন, তানভীর, মেহেদী নেন যথাক্রমে ১, ২, ১ টি করে উইকেট ৷

জবাবে ব্যাট করতে নেমে খুব সহজেই জয় তুলে নেয় টাইগার বাহিনী ৷ মাত্র ১৮.১ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে জয়ে প্রান্তে পৌছে যায় টাইগাররা ৷

দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন নাজমুল হাসান শান্ত ৷ মোহাম্মদ সাইফ, সৌম্য সরকার করেন যথাক্রমে ৩৩ ও ২৭ রান ৷

এই বিভাগের অন্য খবর

Back to top button